আমাদের সম্পর্কে

আমাদের চারপাশে থাকা হাজারো জিনিস নিয়ে আপনার আমার অভিযোগ আছে।নিয়মিত চলাচলের রাস্তা ভাঙ্গা থেকে বাজারে দ্রব্যের অতিরিক্ত মূল্য কিংবা বিভিন্ন খাতে দূর্নীতি, সংগঠিত অপরাধ নিয়ে অভিযোগ সবাইকে জানাতে দেবার প্রয়াস হিসেবে আমাদের পথচলা শুরু হচ্ছে!

অভিযোগ এমন একটি সামাজিক মাধ্যম যার মাধ্যমে আপনার চারপাশে ঘটে যাওয়া সকল সমস্যার কথা জানাতে পারবেন পরিচয় গোপন রেখেই।

কিভাবে অভিযোগ কাজ করে?
ধরুন আপনি একজন পরিচিত মানুষের দূর্নীতি নিয়ে তথ্য জানেন, কিংবা আপনার এলাকার বাজারে দ্রব্যের মূল্য নির্ধারিত থেকে বেশি রাখা হচ্ছে। ছোট হোক বা বড়, সব ধরনের অভিযোগ আমাদের ওয়েবসাইটে জানাতে পারবেন। ওয়েবসাইটে থাকা অভিযোগ জানান বাটনে ক্লিক করে অভিযোগের সম্পর্কে লিখুন। প্রমাণ সম্পর্কিত ছবি বা ভিডিও ফাইলের লিংক দিন। যদি লিংক দিতে সমস্যা হয় তাহলে ইমেইল করুন ovijog.com.24@gmail.com

আপনার পরিচয় প্রকাশ করে বা গোপন রেখেই সাবমিট করুন। পরবর্তীতে ঘটনার গুরুত্ব অনুসারে সরকারি সংস্থার সাথে কাজ করা হবে।

এমন কোনো ঘটনা যা সামাজিক উদ্যোগে দ্রুত সাময়িক সমাধান করা সম্ভব, (যেমন রাস্তার গর্ত ভরাট) আমাদের ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে! আসুন সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি, আমাদের সমস্যার সমাধানে আমাদেরই এগিয়ে আসতে হবে!